সুরঞ্জিত সেনগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন…, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা, শোক র‌্যালি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ মে দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You