সাতক্ষীরায় সৈনিক লীগের সভাপতি বাবু খানের সৌজন্যে ঈদের খাদ্য ও বস্ত্র বিতরণ 

সাতক্ষীরায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.শরিফুল ইসলাম বাবু খানের সৌজন্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় ৪শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি এম ডি ফিরোজ আহম্মেদ, এম ফারুক আহম্মেদ, শামসুউদ্দিন গজনবী বাবলু, মো. সোহেল রানা, মো. আবুল কালাম, মৃত্যুঞ্জয় আচৎ,সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, শেখ শাহিনূর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ইকবাল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফি খাঁন, রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ, সহ-প্রচার সম্পাদক আহমাদুল ইসলাম চঞ্চল, দপ্তর সম্পাদক মাষ্টার ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হক, সহ-অর্থ সম্পাদক মো. ওবাইদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. নির্মলেন্দু যোদ্দার, সহ-আইন বিষয়ক সম্পাদক প্রফেসর বাবু লাল মন্ডল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু ভৈরব সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রফেসর টুটুল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মনোয়ার হোসেন রিয়াদ, শ্রম ও জনশক্তি সম্পাদক মির্জা শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. ফজর আলী,সদস্য আব্দুস সালাম খান, আব্দুল আলিম, আব্দুস সাত্তার, আব্দুল কাইয়ুম, আব্দুল হাকিম, আল কাদিউর, প্রফেসর আলী হাসান, মো. সিরাজুল ইসলাম, মো. জিন্নাত হোসেন, রাজিব রায়, রাশেদুজ্জামান, তোহিদুজ্জামান রনি, রাহুল মজুমদার, মো. সেলিম, উত্তম সরকার, মো. ইসমাঈল হোসেন, রিপন বিশ্বাস, প্রফেসর জি এম আব্দুর রহিম, জাকির হোসেন, দিলিপ সরকার,শোভন শাহ, প্রশান্ত বিশ্বাস, মো. মহিদুল ইসলাম, নিরঞ্জন গাইন, কামরুজ্জামান সবুজ, অশোক সরকার, আনন্দ সরকার, আব্দুল কাদের, সদানন্দ দেব, এসএম মিজানুর রহমান, মো. নুরুজ্জামান,মো. সাইফুল ইসলাম ও মো. ছট্টু প্রমুখ।
এসময় ৪শ’জন দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
শেয়ার করুন:

Recommended For You