ইতিহাসে প্রথম সৌদির নারী যোগ দিচ্ছে মিস ইউনিভার্সে

সৌদিআরবের ইতিহাসে এই প্রথম একজন ২৭ বছর বয়সী নারী মডেল, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। ওই নারী মডেল সৌদি পতাকা নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে উঠে ইতিহাসে নিজেকে প্রথম নারী হিসেবে নাম লেখাতে চলছেন।

রুমি আলকাহতানি নামের ওই নারী সৌন্দর্য প্রতিযোগিতার অভিজ্ঞ এবং ইনস্টাগ্রামে এক মিলিয়ন ফলোয়ার সহ একজন প্রভাবশালী নারী হিসেবে বেশ পরিচিত, সোমবার ঘোষণা করেছেন যে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতায়  সৌদিআরবের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

তিনি বলেন, “মিস ইউনিভার্স ২০২৪” প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত। এই প্রতিযোগিতায় সৌদি আরব আত্মপ্রকাশ করবে ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণকারী রুমি আলকাহতানি স্পটলাইটের জন্য অপরিচিত নয়। তিনি অসংখ্য বৈশ্বিক প্রতিযোগিতায় এর আগে যোগ দিয়েছেন, যার সর্বশেষটি কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

Recommended For You