শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হারের কারণ জানালেন সুজন

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ব্যবধানেপরাজয়ের মুখ দেখতে হয়েছিল নাজমুল হোসেন শান্তর দলকে। এক সিরিজ হারে বড় রকমের সমালোচনা সইতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের। সেই টেস্ট সিরিজ হারের কারণ এবার জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।লঙ্কানদের বিপক্ষে কম প্রস্তুতি নিয়ে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল এমনটা মত সুজনের। যে কারণে দুই টেস্টেই এমন ভরাডুবি হয়েছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন পুরো কম প্রস্তুতিসম্পন্ন একটি দল খেলেছে। অইখানে যে সফলতা আসবে না এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। ছেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে।’

‘লাল বলের চর্চাটা কমে যাচ্ছে। আমরা বিপিএল, ডিপিএল শেষ করলাম। এরপর আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলি, আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল? ডিপিএলে খেলছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’- যোগ করেন সুজন।

টিম ম্যানেজমেন্টের কথা উল্লেখ করে সুজন বলেন, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। দুইটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন ওরা করেননি ওরা জানে।’

যদিও এই সিরিজ দিয়ে টেস্ট দল বিবেচনা করতে নারাজ সুজন, ‘শ্রীলঙ্কা সিরিজ দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। এটা আমাদের প্রস্তুতির অভাব। আশা করি বিসিবি থেকে উদ্যোগ নেওয়া হবে আমাদের লাল বলের প্লেয়াররা হয়ত প্রিমিয়ার লিগের পর একটা বিশ্রাম নিয়ে রাজশাহী বা বগুড়া চলে যাবে লম্বা ট্রেনিং ক্যাম্পের জন্য। অইটা যদি হয় তাহলে বলতে পারি সামনে যেসব টেস্ট ম্যাচ হবে সেখানে আমরা ঘুরে দাঁড়াব।’

শেয়ার করুন:

Recommended For You