ড্রেসিং রুমের খবর বাইরে আসা নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে ঘটা অনেক ঘটনা চলে আসে বাইরে। আবারও অনেক বিষয়ে গুঞ্জনও ছড়ায়।

জাতীয় দলের ড্রেসিং রুমের খবর বাইরে আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আকরাম খান। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, দলের কেউই অভ্যন্তরীণ খবরগুলো বাইরে প্রকাশ করছে। একইসঙ্গে স্পিনার নাসুমকে বিশ্বকাপ চলাকালে হাথুরুসিংহের চড় দেওয়ার গুঞ্জনের বিষয়েও কথা বলেন তিনি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে  https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ; বাংলাদেশ নারী দল ঘোষণা

রমজান মাসে শান্তির বার্তা দিলেন বাবর-ইরফান-রিজওয়ানরা

ডিপিএলের প্রথম দিনেই নেই সাকিব

আকরাম খান বলেন, ‘ক্রিকেটাররা যখন খেলে তখন চাপে থাকে। আমরা চেষ্টা করি তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে। ড্রেসিং রুমের কথা অবশ্যই বের হয়েছে। নাহলে এমন অনেক ঘটনা যেটা ঘটেই নাই, সেটা আসতো (গণমাধ্যমে) না। আমরা নিশ্চিত ভেতরের খবর কেউ না কেউ বলেছে।’

নাসুমকে চড় গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু সংবাদ যেটা আসছে বাইরে, বিশেষ করে নাসুমের ব্যাপারটা। আমরা এটা অনেক গুরুত্বের সঙ্গে যাচাই করেছি। সেটাও কিন্তু আমরা কোনোকিছু পাইনি, যেটার কোনো প্রমাণ পাইনি। এরকম সংবাদ হওয়া কিন্তু সবার জন্যই খারাপ।’

 

শেয়ার করুন:

Recommended For You