রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা ও গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং সামান্য আহতদের ১৫ হাজার টাকা সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন…।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে সিদ্দিক বাজার বিস্ফোরণে জেলা প্রশাসনের সহায়তা বুথ বসানো হয়েছে। এ বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে…। বুথ বসানো হয়েছে। আমাদের টিম কাজ করছে। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন বুথ থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।