রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, ‘‘ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের উপস্থিতিতে স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়।’’
আবদুর রহমান আরও বলেন, বিস্ফোরণে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে আপাতত ৫০ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে…। পাশাপাশি এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা এবং অল্প আহতদের জন্য ১৫ হাজার টাকা দেয়া হবে। সেই প্রক্রিয়া চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বরে বুথ করে সব সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি…। গুলিস্তানের সিদ্দিক বাজারের সাত তলা ভবনে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের পর মঙ্গলবার ভবনটি থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ডব্লিউজি/এআর