তরুণ বয়সেই কোমর ব্যথায় ভুগছেন?

অল্প বয়সে কোমর ব্যথা? ব্যথা ক্রমেই কোমর থেকে পায়ের দিকে চলে যায়? এই ব্যথার ধরন একটু অদ্ভুতই! অনেকটা ঝিম ঝিম বা অবশ লাগে। অনেকে ভাবেন একটানা বসে থেকে এই সমস্যা হয়। তবে দিনদিন অস্বস্তি বাড়েই। কেন এমনটা হয়?

তরুণ বয়সে কেন কোমর ব্যথা হয়?
দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকলে।
বসার চেয়ার ঠিক না হলে ও সামনে-পেছনে ঝুঁকে বসলে এই সমস্যা হয়।
ড্রাইভিং এর সময় বেশি সামনে ঝুঁকে চালালে।
শুয়ে বা কাঁত হয়ে অনেকক্ষণ বই পড়লে।
ভারি জিনিস নিয়মিত বহন করলে।

অল্প বয়সে কোমরের সমস্যার উপসর্গ

প্রথমে কোমরে হালকা ব্যথা থাকলেও সময়ে বাড়ে।
অনেক সময় হাঁটা কঠিন হয়।
ব্যথা কোমর থেকে ছড়িয়ে পড়ে।
চিত হয়ে শুলে ব্যথার কিছুটা উপশম হয়।
একটু নড়াচড়াতেই কোমরের ব্যথা বাড়ে।
ঘুম থেকে উঠে পা ফেলতে অসুবিধে।
হাঁটতে গেলেই পা খিচে আসে।
পা অবশ ও ভারি হয়ে যায়।
কোমরের মাংসপেশিতে কামড়ানো ভাব থাকে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *