কে এই ‘মিস ইন্ডিয়া’র মুকুট জেতা সিনি শেঠি

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০২২’ এর মুকুট জিতেছেন কর্নাটকের তরুণী সিনি শেঠি। রোববার (৩ জুলাই) রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়।

এদিন চূড়ান্ত আসরে রানার আপ নির্বাচিত হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান। সোমবার (৪ জুলাই) দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, বিচারকের আসনে ছিলেন অভিনেতা নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া এবং মালাইকা অরোরা, সাবেক ক্রিকেটার মিতালি রাজ, কোরিওগ্রাফার শিয়ামক দাভার এবং ডিজাইনার রোহিত গাধি ও রাহুল খান্না।

চূড়ান্ত অনুষ্ঠানে ২১ বছর বয়সী তরুণী সিনি শেঠি বিজয়ী হওয়ার পর তাকে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন ফেমিনা মিস ইন্ডিয়া ২০২১ এর বিজয়ী মনসা বারানসী। কে এই সিনি শেঠি: ২১ বছর বয়সী এই তরুণীর জন্ম মুম্বাইয়ে। তবে তিনি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্নাটকের বাসিন্দা। তিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং একজন আর্থিক বিশ্লেষক হওয়ার পড়াশোনা করছেন। সিনি শেঠি মাত্র ৪ বছর বয়স থেকে নাচ শুরু করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি ব্যাডমিন্টনের পাশাপাশি চিত্রাঙ্কন ও অভিনেয়ে গভীর আগ্রহ রয়েছে তার।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *