মুক্তিযোদ্ধা বাবাকে হেলিকপ্টারে পদ্মা সেতু দেখালেন সাব্বির

বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। বাবাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানই হয়ে ওঠে তাদের অভিভাবক। বাবারাও বাধ্য শিশুর মতোই সন্তানের শাসন উপভোগ করে। সন্তানের সামান্য ভালোবাসাতেও তারা প্রশান্তি খুঁজে পান।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ফারুকুল ইসলাম। গত ৩ জুলাই ছিল তার ৭০তম জন্মদিন। এ উপলক্ষে তাকে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখিয়েছেন ছেলে অভিনেতা সাব্বির আহমেদ। এমনকি হেলিকপ্টারে বসে কেকও কেটেছেন তারা। তাদের এই সফরে সঙ্গী হয়েছিলেন অভিনেতার মা, স্ত্রী ও কন্যা।

সাব্বির ডব্লিউজি’কে জানান, ‘বেশ কয়েক বছর আগে থেকেই পরিকল্পনা ছিল বাবাকে সারপ্রাইজ দিব। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর মনে হলো, এটাই মোক্ষম সময়। হেলিকপ্টার ভাড়া করে বাবাকে পদ্মা সেতু দেখিয়ে নিয়ে এলাম। পুরো পরিবার এই যাত্রা বেশ উপভোগ করেছি। প্রত্যেকের উচিত বাবা-মাকে এ রকম সুন্দর সারপ্রাইজ দেওয়া।

অভিনেতার বাবা মো. ফারুকুল ইসলাম বলেন, ‘হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতে অনেক ভালো লেগেছে। এটা জীবনের একটা শ্রেষ্ঠ সফর। আমার ছোট ছেলেকে আন্তরিক অভিনন্দন ও দোয়া।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *