আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস (৬৮) মারা গেছেন। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুকুল বোস কিডনি জটিলতাসহ হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এর আগে আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সালে দলের ১৮তম জাতীয় সম্মেলনে পদ হারান সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস।

উল্লেখ্য, দলের ২০তম জাতীয় সম্মেলনে দেয়া ক্ষমতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করেন।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *