কিয়েভে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে পৌঁছেছেন।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তিনি কিয়েভের কাছাকাছি শহর বুচা ও বোরোদিয়াঙ্কাও ঘুরে দেখেছেন।

এ সময় তিনি ইউক্রেনকে বলেন, লাক্সেমবার্গ আপনাদের পাশে আছে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বলেন, বুচার অকল্পনীয় মানবিক ট্র্যাজেডি বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।

তিনি বলেন, এই নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, বিচার করা এবং শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্য ইউক্রেন লুক্সেমবার্গের ওপর নির্ভর করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেটেল ইউক্রেনের মহান বন্ধু এবং ইউক্রেনের প্রতি লুক্সেমবার্গের সহায়তা তার প্রতিরক্ষা বাজেটের ১৫ শতাংশ ছিল।

তিনি বলেন, ইউক্রেনের জনগণের প্রতি তার (লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল) আন্তরিকতার জন্য এবং যুদ্ধপরবর্তী পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য লুক্সেমবার্গের প্রস্তুতির জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *