বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ শুরু মঙ্গলবার

প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো বিদেশি দলের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল। লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ নেপাল। মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যে তিন ম্যাচের বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। উদ্বোধনী দিনেই তিন ম্যাচের প্রথম দুটি সেভেন সাইড ম্যাচ অনুষ্ঠিত হবে।

বুধবার অনুষ্ঠিত হবে ফিফটিন সাইড ম্যাচ। তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সিরিজ। বাংলাদেশ রাগবি ইউনিয়নের আয়োজনে এবং হামিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্ন্তজাতকি এই রাগবি সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি।

সংবাদ সম্মেলনে সিরিজের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী। যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ জাতীয় রাগবি দলের ম্যানেজার মশিউর রহমান সুমন, সদস্য পারভিন নাছিমা নাহার পুতুল, মো. সিরাজুল ইসলাম এবং সফরকারী নেপাল রাগবি দলের প্রতিনিধি রাজ তাঙ্কা এসময় উপস্থিত ছিলেন।
ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *