দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে আন্দোলন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে আন্দোলন করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে এ আন্দোলন করেছে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা। রোববার (১৯ জুন) সন্ধ্যায় শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে আন্দোলনে যোগ দেয় তারা। সূত্র: ডন

নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়লেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ এমন অভিযোগ করছেন ইমরান সমর্থকরা।

রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে দেয়া ভার্চুয়াল ভাষণে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান জানান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভাষণে বলেন যে, জনগণকে “নিজের ভালোর জন্য”ই রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *