পেস বিভাগ খুবই ভালো বল করেছে: সাকিব

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ’র মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশকে মাত্র ১০৩ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় দেড় সেশন ব্যাট করে ৪৮ ওভারে হারিয়েছে দুইটি উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়েছে তারা নিতে পারেনি লিড। আট উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে আট রানে পিছিয়ে স্বাগতিকরা। ক্যারিবীয়দের এভাবে বেঁধে রাখার মূল কৃতিত্ব বাংলাদেশের পেসারদের। প্রায় ১৬ মাস পর টেস্টে ফেরা মোস্তাফিজ ১২ ওভারে মাত্র ১০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। এবাদত হোসেন ১২ ওভারে ১৮ রানে নিয়েছেন এক উইকেট। আরেক পেসার খালেদ আহমেদ ৯ ওভারে খরচ করেছেন ১৫ রান।

সাকিব বলেছেন, পেসারদের নিয়ে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল, সেগুলো নিলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সবসময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।

তিনি আরও যোগ করেন, ‘ওরা (পেসাররা) একটু দুর্ভাগা। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকতো, তাহলে কাল (শুক্রবার) আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখন যে হবে না তা বলছি না। তবে এখনও দুটি সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক সাকিব।

দ্বিতীয় সুযোগের কথা জানিয়ে তিনি বলেন, আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের আড়াইশো রানের ভেতরেও অলআউট করতে পারি, তখন আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলে। শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা তো জানি না।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *