বাংলাদেশে পরিশোধনাগার স্থাপন করতে চায় আরামকো : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশে পরিশোধনাগার স্থাপন করতে চায় আরামকো : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।

এতে বাংলাদেশসহ এ অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে বলেও জানান তিনি। ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি : প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আরামকোর একটি বড় প্রতিনিধি দল তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন। কেউই তখন এ বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। কিন্তু আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা কথা বলবো ভবিষ্যত নিয়ে।’

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

ইসা দুহাইলান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক। একে অপরের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কেউ কখনও কথা বলেনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও পর্যটনসহ নানাবিধ সহযোগিতার খাত রয়েছে। তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 

Recommended For You

About the Author: Shafiul Islam