ফেনীতে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফেনীতে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইন সম্পসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি)তথ্য সহায়িকা বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে ক্যাম্পেইন এর রিভিউ মিটিং  মঙ্গলবার  ফেনী পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ফেনী পৌরসভা আয়োজিত এইচপিভি টিকার বিশেষ ক্যাম্পনে টিকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন—বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. খাতিজা আহম্মেদ। তিনি বলেন, স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। ফেনী পৌর এলাকার সকল স্কুল ও মাদ্রাসা মিলে ১৪ হাজার ১শত ৮৯ জন মেয়েকে টিকা দেওয়ার টার্গেট থাকলেও এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৭ হাজার ৬শত ৬০ জন মেয়েকে।
রিভিউ মিটিং এর সভাপতি ও ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা.কৃঞ্চ পদ সাহা বলেন— ইপিআইয়ের তথ্য অনুসারে, গত বছর ১৫ লাখ ৮ হাজার ১৮৩ জনকে এইচপিভি টিকা দেওয়া হয়। অর্জন হয় ৭৫ শতাংশ লক্ষ্যমাত্রা। দেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত প্রায় ৫ হাজার নারী মারা যান। আর প্রতিবছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার।সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

ক্যাম্পেইন এর রিভিউ মিটিং এ প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার সচিব সৈয়দ মো. আবু জর গিপরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত থেকে আলোচনা করেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. রাশেদুল হাসান, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের রিসোর্স পার্সন মো. মাহবুবুর রহমান, ফেনী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবদুর গণী, সাংবাদিক আবু তাহের, আরিফুল আমিন রিজভী, এম. এমরান পাটোয়ারী, শুরঞ্জিত নাগ, আরিফ আজম, জহিরুল হক মিলন, ফেনী জি.এ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা ফেরদাউস, ফেনী আলিয়া নুরাণী মাদ্রাসার প্রধান শিক্ষক নূর আহম্মদ আল ফারুক, মেরী স্টপস ফেনীর পোগ্রাম অফিসার শাহনাজ জাহান প্রমুখ।
প্রধান অতিথি সৈয়দ মো. আবু জর গিপরী বলেন—স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে  এই ক্যাম্পেইনে ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্য আছে সরকারের। এই মুহূর্তে সরকারের হাতে টিকার মজুত রয়েছে ৭৯ লাখ ৪৭৮ লাখ।

Recommended For You

About the Author: Shafiul Islam