ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নিহত

ইসরায়েলের বিমানবাহিনীর (আইএএফ) অভিযানে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাসের আবেদ আল আজিজ রশিদ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতি দিয়ে এ দাবি করে।

এতে বলা হয়, শনিবার (১৯ অক্টোবর) ভোরে দক্ষিণ লেবানেনে বিন্ত জেবেইল এলাকায় আবেদ আল আজিজ রশিদ নিহত হন।

দ্য জেরুজালেম পোস্ট আইডিএফের বিবৃতি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, নাসের আবেদ আল আজিজ রশিদ ছিলেন হিজবুল্লাহর বিন্ত জেবেইল শাখার সামরিক বিভাগের একজন শীর্ষ কমান্ডার। ডেপুটি কমান্ডার হলেও বিন্ত জেবেইল শাখার সামরিক বিভাগের মূল নেতৃত্বে তিনিই ছিলেন।

 

Recommended For You

About the Author: Shafiul Islam