ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলা, নিহত ৯

ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলা, নিহত ৯

ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। এই ঘটনায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ এ হামলার জবাব দিয়েছে। শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে।

এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/latest/

পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে। মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল।

Recommended For You