
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ৫টি উপজেলায় কয়েকটি ধাপে ১০ হাজার বৃক্ষ রোপণ করবে যুবলীগ নের্তৃবৃন্দ।
বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পাশে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার নের্তৃত্বে এ কার্যক্রমে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্কুলের খেলার মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে দলটির নেতাকর্মীরা।
এর আগে ১৫ জুন পরিবেশের ভারসাম্য রক্ষায় রায়পুর লুধুয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
তিনি জানান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে অতিতের ন্যায় যুবলীগ পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।