বরগুনায় ভেসে এলো অর্ধগলিত মাথা বিহীন তিমি

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চড়ে আটকে পড়েছে মৃত তিমির অর্ধ গলিত মাথা বিহীন শেষের অংশ বিশেষ।
স্থানীয় সূত্রে জানাযায় গতকাল রবিবার রাতের জোয়ারে পানিতে মৃত তিমি মাছের দেহটি ভেসে এসে আটকে যায়। মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে। এনিয়ে এলাকায় উৎসুক জনতা পায়রা নদীর চড়ে ভীড় জমাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুস মৃধা জানান, তিমি মাছ আটকে পড়ার খবর শোনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে টিম ম্যাচটি কে এক নজর দেখার জন্য ভিড় করছে।
এব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, পায়রা নদীর তীরবর্তী ছোনবুনিয়ার চড়ে অর্ধ গলিত তিমি মাছের দেহ ভেসে এসেছে খবরটি শুনে তাৎক্ষণিক বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ পাঠানো হয়েছে।

Recommended For You