
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচি ২০২৩-২০২৪ অর্থবছর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বসতঘর, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(২৯ জুন) সকালে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ওসি আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।