সৌদি আরবে এবার সুইম স্যুটে ফ্যাশন শো’র আয়োজন

সৌদি আরবে এবার সুইম স্যুটে ফ্যাশন শো’র আয়োজন

প্রথমবারের মতো সাঁতারের পোশাকের (সুইম স্যুট) ফ্যাশন শো, তাও আবার রক্ষণশীল সৌদি আরবে।

গতকাল শুক্রবার ছক ভেঙে এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। পুলের ধারে আয়োজিত এই ফ্যাশন শোয়ে বেশিরভাগ মডেলের কাঁধ ও পা উন্মুক্ত ছিল। এমনকি তাদের শরীরী অবয়বও দৃশ্যমান ছিল। এই ফ্যাশন শোয়ে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের তৈরি করা পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। এর মধ্য দিয়ে সাঁতারের পোশাকের মডেলদের সমন্বিত প্রথম এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো সৌদি আরবে। যেখানে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন    

এই ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা-প্রকল্পগুলোর একটি।

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো। যা নিয়ে এরই মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কেউ।

সূত্র : এএফপি

Recommended For You