
ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ শে মার্চ) ঢাকা মালিবাগে চাঁদপুর সমিতি ভবনে ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এতে সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগরের পরিচালনায় সভাপতিত্ব করেন, ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের সভাপতি প্রকৌশলী মাহমুদুল আমিন খান।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, চাকরিজীবি, সাংবাদিক, লেখক, সুধীজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।