কুখ্যাত ৩ মাদক কারবারি আটক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর পৃর্থক পৃর্থক অভিযানে ৩জন অপরাধীকে আটক করেছে। আরিএমপির শাহমখদুম থানা, গোদাগাড়ী থানা এবং কাটাখালীর থানা পুলিশ তাদের পৃর্থক অভিযানে ওই অপরাধীদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো, ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে সোহেল, তাকে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে শাহমখদুম থানা। আটকৃকত ব্যাক্তি মো: রেন্টর ছেলে। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: জাহিদ হাসান ও তাঁদের টিম ১৯ মার্চ দিবাগতে রাত ১২.৩০ টায় অভিযান পরিচালনা করে আসামি সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে মহানগরী’র কাটাখালী থানার কাপাসিয়া সরকার পাড়ায় অভিযান পরিচালনা করে ৭২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: ফরিদ আহমেদ (৩৯) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুরের মৃত ছাদেক সরকারের ছেলে।

গতকাল ১৯ শে মার্চ রাতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ওই আসামী আটক করে।

একটি গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে রাত ১০.১৫টর সময় আসামি ফরিদকে আসতে দেখে আটক কওে অভিযান টিম। ওই সময় আসামির কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদ টাংগন এলাকার দুই ব্যক্তির কাছ থেকে উক্ত হেরোইন ক্রয় করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ টির অধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একইভাবে  মহানগরীর মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: আবু রায়হান (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খোরকপুর লক্ষিপুর এলাকার মৃত বেলাদুল ইসলাম।

প্রসঙ্গত, গতকাল ১৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে.এম.আরিফুল হক এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই কাজী জাকারিয়া ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। ওই সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার বুড়ির বাগান এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সাড়ে ৯ টায় মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু রায়হানকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম।

 

Recommended For You