
কয়েক মাস ধরেই বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক। সামনে রোজা পেয়ে সপ্তাহ দুয়েক ধরে বাজার আরও লাগামহীন। রোজা শুরুর দিনে দিনব্যাপী টিটিএনের বাজারের হালচাল নিয়ে খবর প্রকাশের পর অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সোমবার (১১ মার্চ) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেনের নেতৃত্বে এ অভিযান চলছে।
এর আগে কক্সবাজার শহরের বড় বাজারে নিত্যপণ্যের উচ্চ দাম, মূল্য তালিকা না থাকা নিয়ে ভোক্তারা নানান অভিযোগ এবং প্রশাসনের অভিযান বাজার মনিটরিং না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সরেজমিনে কয়েকটি দোকানে মূল্য তালিকা থাকলেও অনেক দোকানে মূল্য তালিকা দেখা যায়নি। এছাড়াও ব্যবসায়ীরা একেক দোকানে একেক দাম রাখছিলেন।এসময় বড় বাজারের ব্যবসায়ী জিয়াউল হোসাইনের দোকানে মূল্য তালিকায় দেখা গেছে, ছোলা ১০৫ টাকা, দেশিয় পিঁয়াজ ১০৫ টাকা, ইন্ডিয়ান পিঁয়াজ ১৩০, রসুন ১৯৫ টাকা, সয়াবিন তেল ১৪৫, চিনি ১৪৫ টাকা। এছাড়াও আরো কিছু দোকানে দেখা গেছে বাড়তি দাম। ছোলা ১১০ টাকা, রসুন ২০০ টাকা।
বর্যসায়ী নাজমুল জানিয়েছেন, আদা, রসুন, চিনির দাম আগের মতোই আছে। দাম বাড়েনি। আরেকজন মহিলা ক্রেতা তিনি বলছেন, সাধারণ মানুষ গরুর মাংস কিংবা মুরগির ধারে কাছেও যেতে পারছে না। কেজি ১ হাজার টাকার কমে বিক্রি করছে না গরুর মাংস। এছাড়াও লেবু, শসার দাম রমজান আসায় আগের চেয়েও বাড়িয়েছে বিক্রেতারা। যদিও এসব পণ্য ডলারের দামের ওপর নির্ভর করে না।