কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আ ন ম ওবাইদুর রহমান 

কুড়িগ্রামে জেলা পরিষদের উপ নির্বাচনে বেসরকারি ভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭টি নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীক ও জেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নিবার্চনী ভোট দেন ভোটাররা।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন জেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ জাফর আলী। পরে জেলা পরিষদের শুন্য পদে  উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতিক নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিবার্চন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মটর সাইকেল  প্রতীকের কাছে ৫৬ ভোটে পরাজিত হন তিনি।এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন।ভোট পরেছে ১০০৬ জনের। ভোটে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাহাজ উদ্দিন বলেন,জেলায় ৯ টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।কোন প্রকার বিশৃঙখলা ছাড়াই বেসরকারি ভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন মটর সাইকেল প্রতীক নিয়ে  আ ন ম ওবাইদুর রহমান

Recommended For You