
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া মেসার্স সাগর ফিলিং স্টেশন এলাকা থেকে জেলা ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় জেলা ডিবি পুলিশের অভিযান চলাকালীন একটি পিকাপ থেকে দুই বস্তায় ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় এর নেতৃত্বে একটি দল।
আটককৃত আসামীরা হলো চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার করইবাগান গ্রামের মোঃ জয়নাল আবেদিন এর ছেলে মোঃ আবুল হোসেন (৩২) ও উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮) আটক করে। বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট বোয়ালিয়া মেসার্স সাগর ফিলিং স্টেশন এলাকা থেকে দুইজন মাদক কারবারিকে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।