৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

হামাসের সাথে নতুন বন্দী বিনিময় চুক্তির বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানা গেছে, ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

ইসরাইলের প্রতিনিধিরা দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরই এই খবর প্রকাশ্যে এলো। কাতারের আমির আলাদাভাবে হামাস নেতাদের সাথেও কথা বলেছেন। এই আসন্ন চুক্তির আওতায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের সাথে সম্প্রতি হওয়া আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়েছে, ইসরাইল ৪০ জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে।

এছাড়াও ইসরাইল ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেয়ার বিষয়েও রাজি হয়েছে। তারা গাজার উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানোও বন্ধ রাখতে রাজি আছে। দিনে আট ঘণ্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও।

সূত্র: প্রেস টিভি 

Recommended For You