ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ারম্যান পদপার্থীর

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সন্তোষ কুমার আগারওয়ালা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জেলা পরিষদের নির্বাচনে শুন্য পদের জন্য প্রতিদ্বন্দিতা থেকে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন জেলা আ’লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী মারা যান। পরবর্তিতে উক্ত পদটি শুন্য হলে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। কিন্তু ত্রুটি থাকায় আগেই এস.এম.এ মঈনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তিতে প্রার্থীতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের স্বরনাপন্ন হন বলে জানা যায়। বর্তমানে সন্তোষ কুমার আগারওয়ালা মনোনয়ন প্রত্যাহার করার পর জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে সদর উপজলায় মোট ভোটার ৩০৬ জন। পুরুষ ২৩৪ ও নারী ভোটার সংখ্যা ৭২ জন। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৫ জন, এর মধ্যে পুরুষ ৭৯ এবং নারী ভোটার সংখ্যা ২৬ জন। হরিপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ জন, এর মধ্যে পুরুষ ৬২ ও নারী ভোটার সংখ্যা ১৯ জন। পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১১১ ও নারী ভোটার সংখ্যা ৩৫ জন। রানীশংকৈল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০জন, এর মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ভোটার সংখ্যা ১২০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Recommended For You