
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া বিভাটেক (রিক্সা) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার হওয়া অভিযুক্ত আসামীদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ মো : সফিকুল ইসলাম।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) এর নির্দেশনায় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুর রহমান ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মঙ্গলবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধান মো: ইয়াছিন মিয়াসহ (২১), ওই চক্রের সদস্য শরীফ (৩৩), আব্দুল্লাহ (২৯) মোঃ রানা মিয়া (৪০) ও রিক্সা গ্যারেজের ম্যানেজার সুমন মিয়াকে গ্রেফতার করেন। এসময় ছিনতাই হওয়া একটি বিভাটেক (রিক্সা) উদ্ধার করে পুলিশ।