
কুড়িগ্রামে জমিজমা বিরোধের জের ধরে আব্দুর রউফ মন্ডল (৬৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্বরা। বর্তমানে তার অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে । এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রউফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ওই ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত ফজলে রহমান মন্ডলের ছেলে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রউফ মন্ডলের সঙ্গে দীর্ঘদিন যাবত একই এলাকার মমিনুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার সকালে ভুক্তভোগী ইউপি সদস্য ছবেদ আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ মমিনুল ইসলাম দলবল নিয়ে তার পথরোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালানো হয়। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগাম সদর হাসপাতালে রেফার করে।
ভুক্তভোগী আব্দুর রউফ মন্ডল জানান, শুক্রবার জমি বন্ধকের এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মমিনুল ইসলামরা আমার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় আমাকে বেদম মারধর করে এক পর্যায়ে আমার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, তার পায়ে বড় ধরণের ক্ষত রয়েছে। অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।