বিজিবি’র অভিযানে ৯৮৫ গ্রাম কোকেন উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর বাজার স্ট্যান্ডে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুরগামী যাত্রীবাহী রোহান পরিবহনে তল্লাশী অভিযান চালিয়ে ৯৮৫ গ্রাম কোকেন (যার আনুমানিক মূল্য ৪৯২৫০০০ টাকা) উদ্ধার করেছে বিজিবি। 
শনিবার (২০ জানুয়ারী) দুপুরের দিকে বিপুল পরিমাণ এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানান, বাসযোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল মথুরাপুর বাজারে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুর গামী যাত্রীবাহী রোহান পরিবহনে তল্লাশী অভিযান চালায়।
এসময় মালিক বিহীন প্যাকেটজাত অবস্থায় ৯৮৫ গ্রাম কোকেন উদ্ধার করে যার মূল্য ৪৯ লক্ষ ২৫টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে বিজিবি। এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রাগপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার নজরুল ইসলাম।

Recommended For You