ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আলাউদ্দিন (৪৮) নামে এক সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (২০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বলাইগাতী গ্রামের মো. আজাহার আলীর ছেলে ও সবজি ব্যবসায়ী।  ডিউটিরত আনসার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় (কাঁচামাল) সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন।
এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসয় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recommended For You