
লক্ষ্মীপুর সদর উপজেলায় নেশা গ্রস্থ ও মানষিক ভারসাম্যহীন যুবক টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল (রোববার) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের আব্দুল গনি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম কিরণ বেগম। অভিযুক্ত ছেলের নাম কাউছার (২৯)। তিনি একই এলাকার আবুল খায়েরের ছেলে। কাউছার মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কাউছার বিভিন্ন সময় নেশা করতেন। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হতো তার। রোববার সন্ধ্যার পর থেকে টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করেন তিনি। একপর্যায়ে টাকা না পেয়ে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। এ ঘটনার পরপরই ছেলে কাউছারকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
নিহত নারীর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন ।তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।