ছাদখোলা বাসে পাহাড় দেখবেন পর্যটকেরা 

একপাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। পাহাড় সমুদ্রের মাঝখানে মেরিন ড্রাইভ সড়কের  বুক চিরে ছুটে চলছে ছাদখোলা দ্বিতল পর্যটক বাস। 
বুধবার সকালে বাসটি ছাড়ে সৈকতের লাবণী পয়েন্ট থেকে। প্রথম যাত্রাকে স্মরণীয় করতে বাসটি সাজানো হয়েছে নানান রঙের ফুল দিয়ে। এছাড়া পর্যটকদেরও জানানো হয় ফুলেল শুভেচ্ছা। প্রথম দিনের যাত্রায় সাক্ষী হতে পেরে খুশি তারা।
ইউরোপ আমেরিকার মতো ছাদখোলা পর্যটক বাস সার্ভিসটি চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জনপ্রতি ভাড়া পড়বে আপার ডেকে ৭০০ এবং লোয়ার ডেকে ৬০০ টাকা। যেটি দিনব্যাপী ৬ টি পয়েন্টে যাত্রাবিরতি দিয়ে চলাচল করবে মেরিন ড্রাইভ সড়কে, এমনটাই জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।
কক্সবাজার সমুদ্র সৈকত পাড়ের কলাতলী, সুগন্ধা ও লাবণী তথ্য কেন্দ্রে পাওয়া যায় ছাদখোলা পর্যটক বাসের টিকেট।

Recommended For You