কুড়িগ্রামে স্বাধীনতার ৫৩বছরে রেকর্ড গড়ল আওয়ামীলীগের তরুণ প্রার্থী

কুড়িগ্রামের মাটি জাতীয় পার্টির দূর্গ খ্যাত আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর হানা। পুনরায় নৌকা আসন ধরে রাখলেও একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে আসন হারাতে হয়েছে জাতীয় পার্টির। জেলার ৪টি আস‌নের মধ্যে দুটি করে আসনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্ধিতা করে। এরমধ্যে আওয়ামীলীগ তাদের আসন দুটি ধরে একটি আসন হারাতে হয় জাতীয় পার্টিকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে জেলার এই ৪টি আসনে প্রতিদ্বন্দ্ধিতা করেছে বিএনপি বাদে আওয়ামী লীগসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী। 
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেলে জামানত হারাতে হবে না। তবে এর নিচে পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে জেলার ৪টি আসনে ৩০জন প্রার্থীর মধ্যে ২৩ প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছেন।যা স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে এক ব্যতিক্রম রেকর্ডের স্বাক্ষী হতে হলো জেলাবাসীকে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জেলার ৪টি আসনে মোট ভোটার ১৭ লাখ ৮২হাজার ৩২জন। ভোট পড়েছে ৫লাখ ২৯হাজার ৬৮৩টি ভোট। এরমধ্যে বাতিল হয়েছে ৭হাজার ৩৫০টি ভোট।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জামানত হারিয়েছে জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দি ১০জন প্রার্থীই। তবে জেলার ৪টি আসনের মধ্যে একমাত্র কম বয়সী তরুণ প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের নিকট পরাজিত হয়ে জামানত বাজেয়াপ্ত হওয়ায় রেকর্ড সৃষ্টি হয়েছে। যা স্বাধীনতার পরে জেলায় প্রথম বারের মতো অনন্য রেকর্ড গড়েছে আওয়ামীলীগের নির্বাচিত তরুণ এই প্রার্থী। তিনি ৭জানুয়ারির নির্বাচনে ৮১ হাজার ১৩২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট।
এই আসনে মোট ১১জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী ছাড়া বাকি ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাকি প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি লাঙল প্রতীক নিয়ে একেএম সাইফুর রহমান ১২ হাজার ২৮১ভোট, স্বতন্ত্র প্রার্থী ডা. ফারুকুল ইসলাম ঢেঁকি প্রতীক নিয়ে ৭ হাজার ৮১৯ ভোট,শহিদুল ইসলাম শালু ট্রাক প্রতীক নিয়ে ২ হাজার ৫৪১ভোট, শাহ্ মো: নুর-ই-শাহী কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৬৭১ ভোট, মাসুম ইকবাল কাঁচি প্রতীক নিয়ে ১২৮ ভোট,তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে আতিকুর রহমান খান ৩৯৬ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামিম হাবীব গামছা প্রতীক নিয়ে ২০১ ভোট,জাতীয় পার্টি জেপি (মঞ্জু) রুহুল আমিন বাই সাইকেল প্রতীক নিয়ে ১১৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস আব্দুল হামিদ ডাব প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়েছেন।
কুড়িগ্রাম-১ আসন হতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়। জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান ৮৮ হাজার ৪০৫ভোট পেয়ে নির্বাচনিত হয়। তার নিকট তম প্রার্থী জাকের পার্টির গোলাপ ফুল প্রতিক নিয়ে আব্দুল হাই সরকার পেয়েছেন ৬১হাজার ১২৩ ভোট। জামানত বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতিক নিয়ে কাজী লতিফুল কবীর ১হাজার ৭৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিক নুর মোহাম্মদ ১হাজার ১৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতিক নিয়ে মনিরুজ্জামান খান ভাসানী ১৬৬ ভোট পেয়েছেন।
কুড়িগ্রাম-২ আসনে ৭জন প্রার্থীর মধ্যে ৫জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীরা হলেন,স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকার ১লাখ ১হাজার ৯২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ পেয়েছে ৪৭হাজার১০০ ভোট। জামানত বাজেয়াপ্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিক নিয়ে আবু সুফিয়ান ১হাজার১৪৯ ভোট, নাজমুল হুদা সুমন ঈগল পাখি প্রতিক নিয়ে ৩হাজার ৭১৭ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিক নিয়ে আব্দুল সালাম ৫৬২ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি হাতুড়ি প্রতিক নিয়ে ২৬৭ ভোট, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতিক নিয়ে মকবুল হোসেন ৮৮৯ ভোট পেয়েছেন।
কু‌ড়িগ্রাম-৩আস‌নে ৭জন প্রার্থীর মধ্যে ৫জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।এই আসন থেকে আওয়ামীলী‌গের নৌকা প্রতী‌ক নিয়ে ৫৪হাজার ৪৪৯ ভো‌ট পে‌য়ে নির্বা‌চিত হন সৌ‌মেন্দ্র প্রসাদ পা‌ন্ডে গবা। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতী‌ক নিয়ে ৩৪ হাজার ৩৬০ভোট ডা.আককাছ আলী সরকার।  এ আসন হতে জামানত হা‌রি‌য়ে‌ছে ৫ জন। তারা হ‌লেন, জাতীয় পার্টির আব্দুস সোবহান লাঙ্গল প্রতী‌ক নিয়ে ৭ হাজার ২৭৭ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল বাতেন সোনালী আঁশ প্রতিক নিয়ে ১২৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মোসাদ্দেকুল আলম আম প্রতিক নিয়ে  ৮৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান গামছা প্রতিক নিয়ে ২২২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের অ্যাড. সাফিউর রহমান নোঙ্গর প্রতী‌কে পে‌য়ে‌ছেন ২৬০ভোট।

Recommended For You