এনআইডি সার্ভার চালু হবে বিকেলে

উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার শনিবার বিকেল ৪টার পর চালু হবে।

ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজ সম্পন্ন হয়েছে।

এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির সার্ভারের মাধ্যমে নতুন ভোটার এবং ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওেয়া হয়। এছাড়া এনআইডি, জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান এই সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

Recommended For You