আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

দুদিন বিরতি দিয়ে আগামী রোববার থেকে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে এ কর্মসূচি পালন করবে বিএনপি।

রিজভী জানান, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে বিএনপি।

Recommended For You