পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর উত্তর পাড়া গ্রামে পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরিয়ম আক্তার মেরুরচর উত্তরপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

জানা যায়, মেরুরচর ইউনিয়নের মেরুরচর উত্তর পাড়া গ্রামে মরিয়ম আক্তার তার দাদীর সাথে পাশ্ববর্তী কলকীহারা গ্রামে ফুফুর বাড়ীতে বেড়াতে যায়। ১৬ অক্টোবর সোমবার সকাল ১০টার সময় ফুফুর বাড়ি থেকে নিখোঁজ হয় মরিয়ম আক্তার। খোঁজাখোজির পর দুপুর ১২টার সময় রাজিব মিয়ার পুকুর থেকে মরিয়মের লাশ উদ্ধার হয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি অবগত আছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

Recommended For You