
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর একটা ৫৫ মিনিটে ভাঙ্গায় পৌঁছান তিনি। এর আগে বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
সকাল পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছান ও এর আগে সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।