রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সংসার ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন মিডিয়ায় বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। এবার জানা গেছে, আনুষ্ঠানিকভাবেই তাদের বিচ্ছেদ হতে যাচ্ছে।

রাজ-পরীর একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি দুজনের কেউই। তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

এ ছাড়া রাজকে নিয়ে একটি পোস্টও মঙ্গলবার রাতে পোস্ট করেছিলেন পরী। এতে নায়কের প্রতি নানা বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। তবে কিছুক্ষণ পরেই সেই পোস্ট ডিলিট করে দেন তিনি।

এর আগে সর্বশেষ একটি অনুষ্ঠানে দেখা হয় পরী-রাজের। সেখানে ছেলের জন্মদিনের কেক কাটেন তারা। তবে ওই কেক কাটার ছবি ও ভিডিও ফেসবুকে আসার পরই দুজনের মারামারির খবরও প্রকাশ্যে আসে।

রাজ ও পরীর সম্পর্কটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না। এই বিবাদের শুরু বেশ আগে। মোবাইল ফোন থেকে ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ আরও কয়েকজনের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নানা বিতণ্ডা, মান-অভিমান; এসবের পর আলাদা থাকছেন রাজ-পরী।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে গত ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।

আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল, গত পহেলা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমনি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।

Recommended For You