সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে। এছাড়া মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় তিনি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা পৌরসভা কে একটি নান্দনিক পৌরসভা হিসেবে দেখতে চাই। পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতকরণের পাশাপাশি সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জর্জ কোর্ট চত্বরে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কর্মীরা ফগার মেশিন দিয়ে স্প্রে করে মশা নিধন করে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সংরক্ষিত মহিলা ১,২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরজাহান বেগম, পৌরসভার ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, পৌরসভার ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৯নং কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসাইনসহ কাউন্সিলর, সাংবাদিক ও পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Recommended For You