
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের মন্দির থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসিসিতে এসে শেষ হয়।
ধর্মীয় এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির পূজা বিষয়ক সম্পাদক স্বপ্না রাণী বিশ্বাস, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিলন বসু, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিথুন বৈরাগী, সহকারী রেজিস্ট্রার সজল কুমার অধিকারী, ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাত, সহ-সভাপতি তন্ময় শাহা টনি ও পূজা উদযাপন কমিটি ইবি শাখার সকল সদস্য প্রমুখ।
হিন্দু ধর্মাবলম্বীদের মনে করেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি।শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন।