ফেনীতে একই স্কুল ভবন দুইবার উদ্ধোধন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ কাজ শেষ এক সপ্তাহের ব্যবধানে দুইবার উদ্বোধন করেছেন এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। এনিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ক্ষমতাসিন আওয়ামীলীগ ও জোটের অন্যতম শরিক জাসদের বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করেছে বলে মনে করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘটনাটিকে নিয়ে স্থানীয় এমপি ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এবং ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট্য একটি ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল বিভাগ। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে ৩১ আগস্ট ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার। এর ৫ দিন পর গতকাল মঙ্গলবার ফের ওই ভবনটি উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সপ্তাহের ব্যবধানে একই ভবন দুইবার উদ্বোধন হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া, ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ক্ষমতাসিন আওয়ামীলীগ ও শরিক জাসদের বিরোধ প্রকাশ্যরূপ লাভ করছে বলে মনে করছেন স্থানীয়রা।

৩১ আগস্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু নাসের মোঃ রেজা’র সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নামফলক উম্মোচন করেন প্রধান অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, বিশিষ্ট কবি সাহিত্যিক ওবায়েদ মজুমদার, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুবলীগ নেতা প্রিন্স।

এদিকে একই ভবন উদ্বোধনের জন্য ৫ সেপ্টেম্বর মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে প্রধান অতিথি থেকে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল পূণ:রায় ভবনটিতে নতুন নামফলক লাগিয়ে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু নাসের মোহাম্মদ রেজা নান্টু’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল, সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ঈসলাম মামুন, নুরুল হক প্রমুখ।

মিনহাজুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, বৃহস্পতিবারে এমপি সাহেব আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করে দেয়ালে নামফলক স্থাপন করেন। মঙ্গলবার পূন:রায় আরেকটি নামফলক বসিয়ে একই ভবন উদ্বোধন করা লজ্জাজনক বিষয়। রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি শিখছেন। ভবনটি দুইবার উদ্বোধনের বিষয় নিয়ে শিক্ষক ও পরিচালনা কমিটিও পড়েছেন বিপাকে।
ঠিক কি কারণে একটি ভবন দুইবার উদ্বোধন করা হয়েছে তা জানতে বারবার মুঠোফোনে চেষ্টা করেও স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন পাটোয়ারীর বক্তব্য জানা যায়নি।

ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জানান, ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে আমি প্রধান অতিথি থেকে ভবনটির উদ্বোধন করি। ওই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, বিশিষ্ট্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঠিক কি কারণে গতকাল (৫ সেপ্টেম্বর) ভবনটি পূণ:রায় উদ্বোধন করা হয়েছে তা আমার বোধগম্য নয়।
একই ভবন পূণ:রায় উদ্বোধনের বিষয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, ভবনটি আজ (৫ সেপ্টেম্বর) উদ্বোধন করার বিষয়ে পূর্বেই দিনক্ষণ নির্ধারিত ছিলো। কিন্তু কি কারণে আমি ঢাকায় থাকাকালে তড়িঘড়ি করে ৩১ আগস্ট ভবনটি উদ্বোধন করা হয়েছে আমি জানিনা। পূর্ব নির্ধারিত তারিখেই আমি এটি উদ্বোধন করেছি।

Recommended For You