ব্যাংক এশিয়া আটঘরিয়া পৌরসভা এজেন্ট আউটলেট উদ্বোধন

ব্যাংক এশিয়া আটঘরিয়া পৌরসভা এজেন্ট আউটলেট উদ্বোধন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল এগারোটার সময় দেবোত্তর বাজারের আল-আলামিন সুপার মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, ব্যাংক এশিয়ার জেলা ব্যবস্থাপক মো: নুরুল ইসলাম।

ব্যাংক এশিয়ার উপজেলা অফিসার মো. সোহানুর রহমান, দেবোত্তর বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলী মজনু, ব্যাংক এশিয়ার এজেন্ট আবুল কালাম আজাদ, স্থানীয় ছাত্রলীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, সিএসও তানিয়া খাতুনসহ দেবোত্তর বাজারের ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Recommended For You