ড. মোশাররফ দেশে ফিরবেন মঙ্গলবার

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিমানবন্দরে ড. মোশাররফকে অভ্যর্থনা জানাবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও পরিবারের সদস্য, বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা।

ড. খন্দকার মোশাররফ গত ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুরে যান।

সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন। তার মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় এ সিনিয়র নেতা ঢাকায় আসবেন।

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণকালে ড. মোশাররফের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার, পুত্র খন্দকার মাহবুব হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন।
তার সুস্থতা কামনায় দোয়ায় আয়োজন  করা হয়েছিলো কেন্দ্রীয় বিএনপিসহ তার নির্বাচনী এলাকা (দাউদকান্দি-তিতাস) এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির অঙ্গ সংগঠন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো ড.খন্দকার মোশাররফ হোসেনর সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করে।

ইতোমধ্যে ড.মোশাররফ সুস্থ হয়ে ফিরে আসা খবর শুনে দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ,শুকরিয়া ও অভিনন্দন প্রকাশ করে পোস্ট করতে করতে দেখা গেছে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এসএম মিজান বলেন,

প্রিয় নেতার সু্স্থতার খবরে দলের সর্বস্তরের নেতকর্মীরা উজ্জীবিত। সুস্থতা ও তার আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি ও তিতাস,কুমিল্লা উত্তর জেলার সকল নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। আমরা মনে করি ড. খন্দকার মোশাররফ হোসেনর স্যারের সুস্থতায় নেতা-কর্মীদের মাঝে সাংগঠনিক গতি আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

Recommended For You