শৈলকুপায় প্রবাসীর রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ভারত প্রবাসী বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধায় প্রতিবেশীদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বিল্লাল ও তার লোকজন প্রতিবেশী খোকনের বাড়িতে গিয়ে সংঘর্ষে জড়ায়। সেই সময় খোকন, শাকিল, নিজাম ও আলমের বাড়ি ভাঙচুর করা হয়। পরে ফিরে আসার পথে হামলার শিকার হয় বিল্লাল হোসেন। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

এরপর বিল্লাল হোসেন স্ট্রোক করলে দ্রুত ঝিনাইদহ ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জাকির হোসেন তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করেন। ঢাকয় নেওয়ার পথে ফরিদপুর পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জানান, গতকাল সকাল ১০টায় তার ছোট ভাই ভারত থেকে বাড়ি আসে। বিকালে খোকন ও শাকিল হুমকি দিলে তাদের বাড়িতে যাওয়ার পথে বিল্লাল ও আমাকে মারধর করেন ১০-১২ জন মিলে। বিল্লাল সেখানেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে ঝিনাইদহ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়৷

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, নিহত বিল্লালের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recommended For You