দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা : মোরশেদ আলম

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ দিয়েছেন, আর তার কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ মোরশেদ আলম বলেন, আগামী নির্বাচনেও এ উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তবেই এই দেশ বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. শাহিন মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতারা। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর করেন।

Recommended For You