ঝিনাইদহে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার সকাল সাড়ে ১০টার পৌর এলাকায় এ লাশ উদ্ধার হয় ।

মৃতের পরিচয় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিত সাহা । তিনি পেশায় দোকানদার ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রীজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান আবির জানান, মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিলো মরদেহটি।

ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিত সাহা নামের ওই যুবককে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশটি ছিল প্লাষ্টিকের বস্তাবন্দি । খুলে দেখা যায় পচে গেছে । লাশের গায়ে পোকা বিনবিন করছে । দুর্গন্ধ বের হচ্ছে । তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলা হয়েছে । আমাদের ক্রাইমসিন এলাকা পরিদর্শন করেছে ।

Recommended For You